PRINCIPAL MESSAGE

Download file

লায়লা আর্জুমান

অধ্যক্ষ

অধ্যক্ষের বাণী

শিক্ষা জাতির মেরুদন্ড । যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত । একটি সুস্থ সমৃদ্ধ জাতি গঠনের জন্য - পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা অত্যন্ত জরুরী। নেপোলিয়ান বলেছেন - আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দিব । তাই এই অঞ্চলের শিক্ষায় পিছিয়ে পড়া মানুষ গুলোর কথা বিবেচনা করে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় " জাতীয় তরুণ সংঘ বড় পাঙ্গাসী ডিগ্রি কলেজ” যেখানে উচ্চ মাধ্যমিক শ্রেণি থেকে ডিগ্রি পর্যায়ে পাঠদান করা হয় । পুরুষের পাশাপাশি নারী শিক্ষা বিস্তারের দ্বার উন্মেচন করেছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি ।

জাতীয় তরুণ সংঘ বড় পাঙ্গাসী কলেজটি উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের প্রবাহমান/ স্রোতস্বীনি ফুলছড়ি নদীর তীরে অতি মনোরম সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত । কলেজটির পাশ দিয়ে চলছে উল্লাপাড়া-উধুনিয়া পাকা

শেখ

9

সড়ক । কলেজটির মনোরম অবকাঠামো, সমৃদ্ধ বিজ্ঞানাগার, সুসজ্জিত রাসেল ল্যাব, পর্যাপ্ত পুস্তক সমৃদ্ধ গ্রন্থাগার, সুবিশাল খেলার মাঠ, সুদক্ষ শিক্ষমন্ডলী এবং বিজ্ঞ গভর্নিং বডির সমন্বয়ে একটি আধুনিক ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠানে পরিচিত হয়েছে । শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষায় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রত ।

পরিনিত

বর্তমানে এ প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলে শিক্ষা বিস্তারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানের শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং যুগোপযোগী উন্নতমানের একাডেমিক কার্যক্রমসহ সার্বিক সুষ্ঠ সুন্দর ব্যবস্থাপনা গ্রহনের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার সুন্দর পরিবেশ নিশ্চিত হয়েছে। শিক্ষার্থীদেরকে আধুনিক শিক্ষায় সুশিক্ষিত করতে ইতিমধ্যে প্রতিষ্ঠানটি ডিজিটালাইজড করার কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে।

আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি, অত্র প্রতিষ্ঠানের যাবতীয় সুযোগ সুবিধা গ্রহন করে ভবিষৎতে শিক্ষার্থীরা নিজেদেরকে দেশের সুনাগরিক হিসাবে গঠন করবে এবং দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখবে,ইনসাল্লাহ্ ।

9

পরিশেষে - অত্র কলেজের উন্নয়নে এলাকার যে সকল মহৎ ব্যক্তিবর্গ অবদান রেখেছে, আমি শ্রদ্ধার সাথে তাঁদের স্বরণ করছি এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নতির জন্য স্থানীয় প্রশাসক ও জনপ্রতিনিধিসহ সকলের গঠনমুলক পরামর্শ ও আন্তরিক সহযোগিতা কামনা করছি ।


লায়লা আর্জুমান

অধ্যক্ষ

জাতীয় তরুণ সংঘ বড় পাঙ্গাসী ডিগ্রি কলেজ

উল্লাপাড়া, সিরাজগঞ্জ ।